বাবরের চোখে শফিক পাকিস্তানের দ্রাবিড়-উইলিয়ামসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান
২১ মে ২৫
রক্ষণাত্মক ব্যাটিংয়ের জন্য 'দ্যা ওয়াল' বলে ডাকা হয় রাহুল দ্রাবিড়কে। ভারতের সাবেক এই ক্রিকেটারের মতোই উইকেটে থেকে লম্বা সময় ব্যাটিং করতে পারেন আবদুল্লাহ শফিক। পাকিস্তানের তরুণ এই ওপেনারও ইতোমধ্যেই তার সামর্থ্যের জানান দিয়েছেন। আর তাই বাবর আজমরা এই ওপেনারকে দ্রাবিড় বলে ডাকেন।
চলতি বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন শফিক। তিন ম্যাচের টেস্ট সিরিজে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৭৯.৪ গড়ে করেছেন ৩৯৭ রান। রাওয়ালপিন্ডিতে ক্যারিয়ার সর্বোচ্চ ১৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন, যা পাকিস্তানি এই ওপেনারের অভিষেক টেস্ট সেঞ্চুরি।

পাকিস্তানের ডানহাতি এই ব্যাটারের স্ট্রাইকরেট ছিল ৩৯.৮৫। এতেই বুঝা যায়, তিনি কতটা ধৈর্য্যশীল ব্যাটিং করতে পারেন। এ কারণে বাবর তাকে দ্রাবিড়ের সঙ্গে তুলনা করেন। দ্রাবিড়ের পাশপাশি কেন উইলিয়ামসনের নামও উল্লেখ করেছেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক।
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
বাবর বলেন, 'ব্যক্তিগতভাবে আমি আবদুল্লাহর স্টাইলিশ ব্যাটিং দেখি এবং উপভোগ করি। সে (শফিক) খুবই সাজানো গোছানো ইনিংস খেলে। তার স্ট্যান্স এবং যেভাবে সে বল ডাক করে, সত্যিই অসাধারণ। আমরা সাধারণত তাকে কেন উইলিয়ামসন এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা করি। আমরা তাকে দ্রাবিড় বলে ডাকি।'
ইংল্যান্ডে অনুষ্ঠেয় চলতি কাউন্টি চ্যাম্পিয়নসিপে দুর্দান্ত খেলছেন আরেক পাকিস্তানি ওপেনার শান মাসুদ। ডার্বিশায়ারের হয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচে ৮৪৪ রান করেছেন। টানা দুটি ডাবল সেঞ্চুরিও করেছেন । সে কারণে শফিক ও মাসুদের মধ্যে কে খেলবেন তা নিয়ে বিতর্ক রয়েছে।
বাবর অবশ্য ক্রিকেটারের ব্যাক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকেই বেশি প্রধান্য দিয়েছেন। পাকিস্তানের অধিনায়কের ভাষ্য, 'আবদুল্লাহর উপস্থিতিতে আরেক দুর্দান্ত ব্যাটার শান মাসুদকে নিয়ে দ্বিধা রয়েছে। তবে দলের স্বার্থে খেলোয়াড় নির্বাচন করা আমাদের প্রধান লক্ষ্য।'