বাবরের সঙ্গে নিজের প্রতিযোগিতাকে ‘স্বাস্থ্যকর’ বলছেন রিজওয়ান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান
২১ মে ২৫
গত কয়েক বছর সমানতালেই রান করে যাচ্ছেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই দুই টপ অর্ডারের ধারাবাহিক পারফরম্যান্স দল হিসেবে আরও শক্তিশালী করে তুলছে পাকিস্তানকে। বাবরের সঙ্গে নিজের প্রতিযোগিতাকে 'স্বাস্থ্যকর' বলছেন রিজওয়ান।
ব্যাটার হিসেবে আগে থেকেই সুনাম কুড়িয়েছেন বাবর। গত কয়েক বছরে অসাধারণ ব্যাটসম্যানশিপ দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন উইকেটরক্ষক রিজওয়ানও। এই দুজনের ধারাবাহিক পারফরম্যান্সে নজরকাড়া পারফরম্যান্স করছে পাকিস্তান।

বাবরের সঙ্গে সমানতালে রান করা প্রসঙ্গে সম্প্রতি রিজওয়ান বলেন, 'বাবর আজম খুবই বিনয়ী একজন ব্যক্তিত্ব। সে পাকিস্তানের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। পুরো বিশ্বই তার কভার ড্রাইভের ভক্ত। আমরা যদি প্রতিদ্বন্দ্বিতা না করি তাহলে পাকিস্তান দলের পারফরম্যান্স নিচের দিকে নেমে যাবে।'
শাস্তি পেলেন মুনরো-রিজওয়ান
২৫ এপ্রিল ২৫
'কেননা আমরা দুজনই টপ অর্ডারে ব্যাটিং করি। আমরা ভালো খেললে আমাদের পরে যারা আসে তাদের জন্য কাজটা সহজ হয়ে যায় পাকিস্তান ক্রিকেটের জন্য এটা অবশ্যই স্বাস্থ্যকর একটি প্রতিযোগিতা।'
সম্প্রতি কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন রিজওয়ান। সাসেক্সে খেলার সময় সেই দলের ক্রিকেটারদের কাছে পাকিস্তানের বোলিং আক্রমণের প্রশংসা শুনিয়েছিলেন রিজওয়ান। যা তাকে অতি মাত্রায় আনন্দিত করেছিল।
শাহিন শাহ আফ্রিদি, হাসান আলীদের নিয়ে গড়া নিজ দলের বোলিং লাইনআপকে বিশ্ব সেরা মানছেন রিজওয়ান নিজেও, 'আমাদের বোলিং আক্রমণ বিশ্ব সেরা। এটা শুনতে ভালোই লাগে, যখন দেখি কয়েকজন ইংলিশ ক্রিকেটার আমাদের বোলারদের প্রশংসা করছে।'
৮ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে।