জালমির ট্যালেন্ট হান্টের কোচিং প্যানেলে আমলা-ইনজামাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অন্যতম সফল দল পেশোয়ার জালমি। দলটি এরই মধ্যে তিনবার পিএসএলের শিরোপা ঘরে তুলেছে।
তরুণ ক্রিকেটার খুঁজে বের করতে তারা এবার 'জালমি ট্যালেন্ট হান্ট' নামের একটি প্রজেক্ট হাতে নিয়েছে। চলতি মাসেই ইংল্যান্ডে এই প্রজেক্টের ট্রায়াল শুরু হবে।

তরুণ ক্রিকেটার বেঁছে নিতে জালমি তারকাবহুল কোচিং প্যানেল ঘোষণা করেছে। যেখানে রয়েছেন হাসিম আমলা, ইনজামাম উল হক ও ওয়াহাব রিয়াজের মতো অভিজ্ঞ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
রিশাদের স্পিন আর আফ্রিদির পেসে ইসলামাবাদকে উড়িয়ে ফাইনালে লাহোর
২৪ মে ২৫
কোচিং প্যানেলে রাখা হয়েছে মোহাম্মদ আকরাম ও জেমস ফস্টার। আগামী ২৮ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত চলবে এই ট্যালেন্ট হান্টের যুক্তরাজ্য পর্ব।
যুক্তরাজ্যের নিউক্যাসেল, গ্লাসগো, লুটন, ব্রিস্টল, লন্ডন, লেস্টার এবং বার্মিংহামে একমাস ব্যপী এই তরুণ প্রতিভা অন্বেষণ চলবে। সেখানকার স্থানীয় ও পাকিস্তানি যে কেউ এই প্রোগ্রামের ট্রায়ালে অংশ নিতে পারবে।
ট্রায়ালে ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করতে পারলে তাদের সুযোগ দেয়া হবে মূল প্রোগ্রামে। আগামী ২৫ জুলাই পর্যন্ত নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন ক্রিকেটাররা।