promotional_ad

ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের ভাবনা

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ

২৭ ফেব্রুয়ারি ২৫
ওয়াহাব রিয়াজ (বামে) ও নাহিদ রানা (ডানে)

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানকে নিয়ে প্রতি বছর চার দলীয় একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা জানিয়েছিলেন রমিজ রাজা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির প্রস্তাবিত সিরিজ থেকে ৬৫ কোটি ডলার আয়ের আশা করেছিলেন দেশটির কর্মকর্তা। তবে আন্তর্জাতিক বিভিন্ন সিরিজ, আইসিসিরি নানা টুর্নামেন্ট ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ঠাসা সূচির কারণে রমিজের সেই প্রস্তাবিত সিরিজে সায় দেয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


পাকিস্তানের এমন সিরিজ আয়োজনের প্রস্তাবের পক্ষে ছিল না ভারত। চার দলীয় সিরিজ আলোর মুখ না দেখায় ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা ভাবছে পিসিবি। ভারতকে বাদ দিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে সঙ্গে নিয়ে প্রতি বছর একটি করে টি-টোয়েন্টি ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় রমিজের বোর্ড। জুলাইয়ে কমনওয়েলথ গেমসের সময় বার্মিংহামে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এই সিরিজের জন্য নির্দিষ্ট সময় চাইবে পিসিবি।


promotional_ad

ত্রিদেশীয় সিরিজ আয়োজনে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে রেখেছেন রমিজ। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত প্রতি বছর মাঠে গড়াবে সিরিজটি। আগামী বছর থেকেই সিরিজটি আয়োজনে আশাবাদী পিসিবি।

এ প্রসঙ্গে পিসিবির এক কর্তা বলেছেন, ‘বোর্ড পরিকল্পনাটি নিয়ে কাজ করছে এবং এটি চার-জাতির বার্ষিক ইভেন্টের একটি বিকল্প। যা গত আইসিসি সভায় রমিজের মাধ্যমে প্রস্তাবিত হয়েছিল, যা অন্যান্য সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন পায়নি এবং তা বাতিল হয়েছে।’


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২১ মে ২৫
নাহিদ রানা

‘বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং অন্যান্য বোর্ড প্রধানদের সঙ্গে রমিজের ব্যক্তিগত ভালো সম্পর্ক রয়েছে। সে আত্মবিশ্বাসী যে আগামী বছরের মধ্যে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনাটি কার্যকর করা যেতে পারে।’


রাজনৈতিক বৈরিতার কারণে লম্বা সময় ধরেই ভারত ও পাকিস্তানের মাঝে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেখা যায় না। এশিয়ার দুই জায়ান্টের লড়াই দেখতে দর্শকদের তাকিয়ে থাকতে হয় আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে। অদূর ভবিষ্যতেও এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা দেখছেন না রমিজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball