promotional_ad

কোহলিকে ছাড়িয়ে রেকর্ড নিজের করলেন বাবর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান

২১ মে ২৫
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান (বাম থেকে), ফাইল ফটো

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দীর্ঘ সময় ধরে শীর্ষে থাকার রেকর্ডটি এতদিন বিরাট কোহলির দখলে ছিল। এবার সেই রেকর্ড ভেঙ্গে দিলেন বাবর আজম।


মোট ১ হাজার ১৩ দিন টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন কোহলি। যা এই সংস্করণের ক্রিকেটে কোনো ব্যাটারের দীর্ঘ দিন শীর্ষে থাকার রেকর্ড ছিল। তবে গত সপ্তাহে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ভারতের সাবেক এই অধিনায়ককে ছাড়িয়ে যান বাবর।


promotional_ad

শ্রীলঙ্কা সফরের আগে বাবরের এই রেকর্ড নিয়ে তার কাছে জানতে চান এক সাংবাদিক। সেই পাকিস্তানি সাংবাদিক বলেন, 'বিরাট কোহলির একটি রেকর্ড আপনি ভেঙ্গেছেন।' তার কথা শেষ না হতেই, বাবর জিজ্ঞাসা করেন, 'কোনটি'। কহলির রেকর্ড ভাঙ্গার পরও জানতেন না বাবর।


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২১ মে ২৫
নাহিদ রানা

এমন রেকর্ডের পর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 'আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এটির জন্য। অনেক পরিশ্রম জড়িয়ে আছে এতে এবং এজন্যই এটা করতে পেরেছি। সবসময়ই চেষ্টা থাকে ভালো পারফরম্যান্স দেয়ার।'


সাদা বলের ক্রিকেটে কোহলির বেশ কয়েকটি রেকর্ড ইতোমধ্যেই নিজের করে নিয়েছেন বাবর। আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এখন তিনি আছেন শীর্ষে, টেস্টে আছেন চার নম্বরে। টেস্টে এটিই তার সেরা র‍্যাঙ্কিং।


এদিকে পাকিস্তানের সামনে এখন শ্রীলঙ্কা সফর। লঙ্কানদের বিপক্ষে সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছেন বাবর। শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ১৬ জুলাই শুরু হবে প্রথম টেস্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball