রমিজ পিসিবি ছাড়লে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন আমির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির
২৪ এপ্রিল ২৫
রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব ছাড়লে আবারও পাকিস্তানের হয়ে খেলবেন বলে ঘোষণা নিয়েছেন মোহাম্মদ আমির। ২০২০ সালে মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন পাকিস্তানের এই গতিতারকা।
সেই সময়ে পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করা মিসবাহ-উল-হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে মতবিরোধের কারণেই ক্রিকেট ছেড়েছিলেন তিনি। আমিরের ক্রিকেট ছাড়ার পেছনে রমিজের 'জিরো টলারেন্স' নীতিও জড়িত ছিল।

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা প্রসঙ্গে আমির বলেন, 'আপনারা সবাই আমাকে নিয়ে রমিজ রাজা যা বলেছে তা জানেন। অবসর থেকে ফিরে আসার কথা বিবেচনা করার এটাই সঠিক সময়, এমনটা আমার মনে হয় না। রমিজ রাজা পিসিবি ছাড়লে প্রয়োজন হলে আমি আবার দলে ফেরার ঘোষণা দেবো।'
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
ইমরান খান যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার বিশেষ ক্ষমতাবলে পিসিবির দায়িত্ব পেয়েছিলেন রমিজ। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব ইমরান ছাড়লেও পিসিবির দায়িত্ব এখনও ছাড়েননি রমিজ।
এতেই হতবাক আমির। তার মতে, পূর্বের দেয়া কথা অনুযায়ী ইমরান দায়িত্ব ছাড়লে পিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা ছিল রমিজেরও।
আমির আরও বলেন, 'আপনি যদি তার পুরানো ভিডিওগুলো দেখেন, সেখানে তিনি বলেছিলেন যে ইমরান খান চলে গেলে তিনি এক মিনিটও থাকবেন না। চলে যাওয়ার বিষয়ে তার অবস্থান এখন বদলে গেছে। যাই হোক না কেন, তিনি তার ক্ষমতা ছাড়বেন না। কারণ, প্রত্যেকে একটি শক্তিশালী অবস্থানে থাকতে পছন্দ করে। তাকে উপভোগ করতে দিন।'