গল টেস্টে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে খেলে টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথিউস
২৩ মে ২৫
তৃতীয় দিনের সকালে পাকিস্তানকে ২৩১ রানে গুটিয়ে দেয় শ্রীলঙ্কা। এরফলে প্রথম ইনিংসে ১৪৭ রানের বড় লিড পেয়েছে লঙ্কানরা। লাঞ্চ বিরতির কিছুক্ষণ আগে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৬ রানে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। এরফলে তাদের লিড এখন ৩২৩ রানের।
আগের দিনের ৭ উইকেটে ১৯১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। এদিন বেশিক্ষণ টিকেনি তাদের ইনিংস। একমাত্র ইয়াসির শাহ ছাড়া আর কেউই উইকেটে থিতু হতে পারেনি। শেষের দিকে উইকেটে এসে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৯ রান।

তাছাড়া হাসান আলি করেছেন ২১ রান। বাকিরা দ্রুত সাজঘরে ফিরলে ৮৮ ওভার ১ বলে ২৩১ রানে অলআউট হয় পাকিস্তান। শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন রমেশ মেন্ডিস। এই স্পিনার একাই শিকার করেছেন ৫ উইকেট। তাছাড়া প্রবাথ জয়সুরিয়া নিয়েছেন ৩ উইকেট।
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করেন নিরোশান ডিকওয়েলা এবং ওশাদা ফার্নান্দো। তবে দুই ওপেনারই উইকেটে থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি। ডিকওয়েলা ১৫ রান করে সাজঘরে ফিরেছেন আর ফার্নান্দোর ব্যাট থেকে এসেছে ১৯ রান।
এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দীনেশ চান্দিমালও বড় ইনিংস খেলতে পারেননি। ম্যাথিউসের ব্যাত থেকে এসেছে ৩৫ রান। এদিন দ্রুতই ফিরেছেন ইনফর্ম কুশল মেন্ডিস। সাম্প্রতিক সময়ে দারুণ সময় পার করা এই ব্যাটার ১৫ রান করে আউট হয়েছেন।
শেষ বিকেলে দিমুথ করুণারত্নে এবং ধানাঞ্জয়া ডি সিলভার দারুণ ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৭৬ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। এতে শ্রীলঙ্কার লিড ৩২৩ রানের। পাকিস্তানের হয়ে ২৯ রানে ২ উইকেট শিকার করেছেন নাসিম শাহ।