promotional_ad

‘কোহলির মতো এতো ভুগবেন না বাবর’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি

১৭ ঘন্টা আগে
করুন নায়ার (বামে) ও সাই সুদর্শন (ডানে), ফাইল ফটো

এক সময় 'বিশ্বের সেরা ব্যাটার' বলতে এক নামেই সবাই মনে করত বিরাট কোহলিকে। সময়ের পরিক্রমায় সেই কোহলি যেন একেবারেই হারিয়ে গেলেন। বর্তমান সময়ের পারফরম্যান্স অনুযায়ী সেরা ব্যাটার বলতে হয় বাবর আজমকে। দুর্দিনে কি বাবরও কোহলির মতো লম্বা সময় ধরে নিজেকে হারিয়ে খুঁজবেন? পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ অবশ্য এমনটা মনে করেন না। তার মতে, বাবরের বাজে সময় কখনোই কোহলির মতো দীর্ঘ হবে না।


আইসিসি ওয়ানডে ও টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন বাবর। টেস্ট ক্রিকেটেও ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে আছেন তিনি। অপরদিকে একটা সময়ে যেকোনো ফরম্যাটে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকাটা নৈমিত্তিক ব্যাপারই ছিল কোহলির। কিন্তু কয়েক বছর ধরেই বাজে সময় যাচ্ছে তার।


promotional_ad

এই দুজনের ব্যাটিং বিশ্লেষণ করতে গিয়ে সাম্প্রতিক সময়ে আকিব জাভেদ বলেন, 'যারা গ্রেট ব্যাটার, তাদের দুটি ধরন আছে। একধরনের ব্যাটার যদি কোথাও আটকে যায় তাহলে তাদের বাজে সময় বেশ লম্বা হয়। আবার অন্যরা হচ্ছে কৌশলগতভাবে কিছুটা আঁটসাঁট ব্যাটার। এদের বাজে সময় খুব লম্বা হয় না। যেমন বাবর আজম, কেন উইলিয়ামসন বা জো রুট…। এদের বাজে সময় কোহলির মতো লম্বা হবে না, কারণ ওদের দুর্বলতা খুঁজে বের করা কঠিন।'


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২১ মে ২৫
নাহিদ রানা

কোহলির দুর্বলতা নিয়ে আকিব জাভেদ আরও বলেন, 'অফ স্টাম্পের বাইরের ডেলিভারিগুলোতে কোহলি সমস্যায় পড়ে। জেমস অ্যান্ডারসন ওটা লক্ষ্য করেই বল করেছে অসংখ্যবার। সেদিনও আমি তার ব্যাটিং লক্ষ্য করছিলাম। মনে হলো, সে খুব সচেতনভাবেই বাইরের ডেলিভারিগুলো শরীরের দূর থেকে না খেলার চেষ্টা করছে।'


২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকে আর তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়া হয়নি কোহলির। এখন তো সেঞ্চুরি খুঁজতে খুঁজতে তিনি ঘুরপাক খাচ্ছেন অফ-ফর্মেই।


বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির পর ৭৮টি আন্তর্জাতিক ইনিংসে তিন অঙ্ক ছোঁয়াই হয়নি ভারতের সাবেক এই অধিনায়কের। কিছুদিন আগে ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলে মোটে ৭৬ রান করেছেন কোহলি।


আর কিছুদিন পরই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে বিশ্রামে থেকে এশিয়ার এই মেগা ইভেন্টে ভারতীয় দলে ফিরবেন কোহলি। ২৮ আগস্ট বাবরের পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা করবে ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball