promotional_ad

নেদারল্যান্ডসের বিপক্ষে ঘাম ঝড়িয়ে জিতল পাকিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২১ মে ২৫
নাহিদ রানা

সিরিজের প্রথম ওয়ানডেতে নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ফখর জামানের সেঞ্চুরি, বাবর আজমের হাফ সেঞ্চুরি এবং পরবর্তীতে হারিস রউফ ও নাসিম শাহের দারুণ বোলিংয়ে এই জয় পেয়েছে সফরকারীরা। বিক্রমজিত সিং, টম কুপার এবং স্কট এডওয়ার্ডসের তিন হাফ সেঞ্চুরিতে জয়ের কাছাকাছি গিয়েও জিততে পারেনি নেদারল্যান্ডস।


টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ৩১৪ রান তোলে পাকিস্তান। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। ১৯ বলে ২ রান করে ফিরে যান দলটির ওপেনার ইমাম উল হক।


তারপর অধিনায়ক বাবর আজমকে সঙ্গে নিয়ে ১৬৮ রানের বিশাল জুটি গড়েন ফখর। ৮৫ বলে ৭৪ রান করে বাবর ফিরে গেলে আবারও বিপদে পড়ে পাকিস্তান। এর একটু পর সেঞ্চুরি হাঁকিয়ে রান আউট হয়ে ফিরে যান ফখরও।


promotional_ad

যাওয়ার আগে ১২টি চার ও একটি ছক্কায় ১০৯ বলে ১০৯ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার। দলীয় ২৬৬ রানের মধ্যে মোহাম্মদ রিজওয়ান (১৪), খুশদিল শাহ (২১) এবং মোহাম্মদ নাওয়াজের (৪) উইকেটও হারায় পাকিস্তান।


শেষদিকে ২৮ বলে অপরাজিত ৪৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন শাদাব খান। অভিষিক্ত আঘা সালমানের ব্যাটে আসে ১৬ বলে অপরাজিত ২৭ রানের ইনিংস। ডাচদের হয়ে দুটি করে উইকেট নেন লোগান ভ্যান উইকেট এবং ব্যাস ডি লিড।


লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ ওভারে আট উইকেটে ২৯৮ রান করে নেদারল্যান্ডস। দলটির হয়ে ৬০ বলে অপরাজিত ৭১ রান করেন এডওয়ার্ডস। ওপেনার বিক্রমজিত সিং করেন ৯৮ বলে ৬৫ রান।


টম কুপার করেন ৫৪ বলে ৬৫ রান। শেষদিকে ২৪ বলে ২৮ রান করেন লগান ভ্যান উইক। ম্যাচ জয়ের দিকে অনেকটা এগিয়ে গেলেও শেষমেশ ব্যর্থ হয় ডাচরা। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন রউফ এবং নাসিম।

সংক্ষিপ্ত স্কোর-


পাকিস্তান- ৩১৪/৬ (৫০ ওভার) (ফখর ১০৯, বাবর ৭৪, শাদাব ৪৮*, ডি লিড ২/৪২)।
নেদারল্যান্ডস- ২৯৮/৮ (৫০ ওভার) (এডওয়ার্ডস ৭১*, কুপার ৬৫, বিক্রমজিত ৬৫; নাসিম ৩/৫১, হারিস ৩/৬৭)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball