৩৮ রানেই শেষ হংকং, সুপার ফোরে পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে এশিয়া কাপের শেষ চারে পৌঁছে গেল পাকিস্তান। পাকিস্তানের সুপার ফোরে ওঠার ম্যাচে হংকং অলআউট হয় মাত্র ৩৮ রানে!
আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটে ১৯৩ রান তোলে পাকিস্তান। ধীর গতিতে ইনিংস শুরু করলেও শেষ পর্যন্ত বড় সংগ্রহ পেতে সমর্থ হয় তারা। দলটির হয়ে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান।
এই উইকেটরক্ষক ব্যাটারের ৫৭ বলে খেলা অপরাজিত এই ইনিংসটিতে ছিল ছয়টি চার এবং একটি ছক্কার মার। এ ছাড়া ফখর জামান করেন ৪১ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৫৩ রান।

শেষদিকে ১৫ বলে পাঁচটি ছক্কায় অপরাজিত ৩৫ রান করেন খুশদিল শাহ। মূলত তার ইনিংসেই বিশাল সংগ্রহ পায় পাকিস্তান। এ দিন সবাই রান পেলেও ব্যর্থ হন বাবর আজম। পাকিস্তানের অধিনায়কের ব্যাটে আসে মাত্র ৯ রান।
রানশূন্য সুপার ওভার, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড
১৬ মার্চ ২৫
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধ্বস নামে হংকংয়ের ইনিংসে। এদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ইনিংস সর্বোচ্চ আট রান আসে অধিনায়ক নিজাকাত খানের ব্যাটে।
পাকিস্তানের হয়ে চার উইকেট নেন শাদাব খান। তিনটি উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ। দুটি উইকেট নেন নাসিম শাহ।