ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি
১২ ঘন্টা আগে
এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও সুপার ফোরের ম্যাচে রোহিত শর্মার দলকে পাঁচ উইকেটে হারিয়েছে পাকিস্তান। শ্বাস-রুদ্ধকর এই ম্যাচ জয়ে পাকিস্তানের হয়ে অবদান রাখেন মোহাম্মদ রিজওয়ান এবং মোহামদ নাওয়াজ।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৮১ রান তোলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন বিরাট কোহলি। শেষ ওভারে রান আউট হওয়ার আগে খেলা ৪৪ বলের ইনিংসে চারটি চার এবং একটি ছক্কা হাঁকান তিনি।
উদ্বোধনী জুটিতেই অবশ্য ৫৪ রান তোলে ভারত। লোকেশ রাহুল করেন ২০ বলে ২৮ রান এবং অধিনায়ক রোহিত করেন ১৬ বলে ২৮ রান। এ ছাড়া সূর্যকুমার যাদব ১০ বলে ১৩, ঋষভ পান্ত ১২ বলে ১৪ এবং দীপক হুদা ১৪ বলে ১৬ রান করেন।

পাকিস্তানের হয়ে ৩১ রান খরচায় দুই উইকেট নেন শাদাব খান। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২২ রানের মধ্যে বাবর আজমের উইকেট হারায় তারা। পাকিস্তানের অধিনায়ক করেন ১০ বলে ১৪ রান।
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
দলীয় ৬৩ রানের মধ্যে ফিরে যান ফখর জামানও (১৫)। তারপর রিজওয়ান-নাওয়াজের ৭৩ র???নের জুটিতে জয়ের স্বপ্ন বড় হতে থাকে পাকিস্তানের। রিজওয়ানের ব্যাটে আসে ৫১ বলে ৭১ রান। নাওয়াজ করেন ২০ বলে ৪২ রান।
শেষদিকে পাকিস্তানকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন আসিফ আলী। ৮ বলে ১৬ রান করেন তিনি। আর দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়ার কাজটা করেন খুশদিল শাহ ও ইফতেখার আহমেদ। ১১ বলে অপরাজিত ১৪ রান করেন খুশদিল। এক বলে দুই রান নেন ইফতিখার আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত- ১৮১/৭ (২০ ওভার) (কোহলি ৬০, রোহিত ২৮; শাদাব ২/৩১)।
পাকিস্তান- ১৮২/৫ (১৯.৫ ওভার) (রিজওয়ান ৭১, নাওয়াজ ৪২; বিষ্ণই ১/২৬)।