অস্ট্রেলিয়া বিশ্বকাপে পাকিস্তানের মেন্টর হেইডেন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
ম্যাথু হেইডেনের অধীনে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছিলেন পাকিস্তান। সাফল্য পাওয়ার পরও বিশ্বকাপের পর হেইডেনের সঙ্গে চুক্তি নবায়ন করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও হেইডেনকে নিয়োগ দিলো পাকিস্তান। আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে পাকিস্তান দলের মেন্টরের দায়িত্বে থাকবেন হেইডেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সঙ্গে হেইডেনের যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। হেইডেনকে দলের সঙ্গে অন্তর্ভুক্ত করতে পেরে আনন্দিত রমিজ রাজাও। পিসিবি চেয়ারম্যান মনে করেন, অস্ট্রেলিয়া কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা থাকায় হেইডেনের পয়ারমর্শ বেশ কাজে লাগবে দলের।
রমিজ বলেন, 'পাকিস্তান দলের সাথে আবারও যোগ দেয়ায় হেইডেনকে স্বাগত জানাই। তিনি বিশ্বজুড়েই স্বীকৃত ও প্রমাণিত একজন ব্যক্তিত্ব। অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পর্কে ভালো জ্ঞান নিয়ে তিনি আমাদের দলের সাথে যোগ দেবেন। আমি আত্মবিশ্বাসী যে তার এই যোগদান আমাদের মেধাবী ক্রিকেটারদের আসন্ন বিশ্বকাপ ও সামনের সফরগুলোতেও অনেক সাহায্য করবে।'
এর আগেও পাকিস্তান দলের সঙ্গে কাজ করার ফলে দলের ক্রিকেটারদের সম্পর্কে স্পষ্ট ধারণা আছে তার। অস্ট্রেলিয়া বিশ্বকাপে দল নিয়ে দারুণ কিছু করার প্রত্যাশা এই অজি মেন্টরের। তিনি দলের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছেন।