promotional_ad

শাহীনের ইনজুরি নিয়ে আফ্রিদির তির্যক মন্তব্য, পিসিবির অস্বীকার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২১ মে ২৫
নাহিদ রানা

জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে গিয়ে চোটে পড়েছিলেন শাহীন শাহ আফ্রিদি। সেই চোটের কারণে নেদারল্যান্ডস সফর ও আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে খেলতে পারেননি এই পেসার। খেলতে না পারলেও দলের সঙ্গেই এশিয়া কাপে ছিলেন তিনি।


দুদিন আগেই এক সাক্ষাৎকারে শাহীন আফ্রিদির চিকিৎসা নিয়ে তির্যক মন্তব্য করেছেন শহীদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার কোনো পরিচর্যাই করেনি বলে অভিযোগ করেছিলেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।


promotional_ad

শহীদ আফ্রিদি ‘সামা টিভি’র টক শোতে বলেন, ‘সে নিজের টাকায় কেনা টিকিটে লন্ডনে গেছে। সেখানে অবস্থানও করছে নিজের টাকায়। ওখানে আমি একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি। তাঁর সঙ্গেই যোগাযোগ করেছে। এ ক্ষেত্রে পিসিবি কিছুই করেনি।’ 


আরো পড়ুন

আবারও রিশাদের ৩ উইকেট, লাহোরের বড় জয়

১৬ এপ্রিল ২৫
লাহোর কালান্দার্সের হয়ে বোলিংয়ে আবারও আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন

পিসিবির ইন্টারন্যাশনাল ট্যুর ডিরেক্টর জাকির খান দুই একবার শাহীনের সঙ্গে কথা বললেও আর কোনো সাহায্য করেননি। আফ্রিদি বলেন, ‘চিকিৎসকের সঙ্গে সমন্বয় করা থেকে শুরু করে হোটেলে থাকা, খাবার খরচ—সবই সে নিজের পকেট থেকে করছে। আমি যতদূর জানি জাকির খান এক বা দুবার ওর সঙ্গে কথা বলেছে, এটুকুই।’


পিসিবি অবশ্য আফ্রিদির মন্তব্যকে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি পিসিবি সব সময়ই ক্রিকেটারদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা গুরুত্বসহকারে করে থাকে। ভবিষ্যতেও এই ব্যবস্থা চলমান থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে পিসিবি।


পিসিবি বিবৃতিতে বলেছে, ‘লন্ডনে শাহীনের পুনর্বাসন প্রক্রিয়া চমৎকারভাবে এগোচ্ছে এবং উন্নতি দৃশ্যমান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ওঠার পথে আছে সে। এটা বলার অবকাশ রাখে না যে পিসিবি সব সময়ই সব খেলোয়াড়দের প্রয়োজনীয় চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করে এবং ভবিষ্যতেও এ বিষয়ক দায়িত্ব পালন করে যাবে।’


একদিন আগেই শাহীনকে নিয়েই পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে। অবশ্য দলে জায়গা হয়নি ওপেনার ফখর জামানের। তিনি হাঁটুর চোটে ভুগছেন। তাকে চিকিৎসার জন্য এরই মধ্যে ইংল্যান্ডে পাঠানোর ঘোষণা দিয়েছে পিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball