promotional_ad

ভারতকে 'বিলিয়ন ডলারের দল' বললেন পিসিবির নির্বাচক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

প্রথম ম্যাচ হেরেও সিরিজ জয়ের বিশ্বাস ছিল আমিরাতের

২২ মে ২৫
সিরিজ জিতে উল্লাসে মত্ত আমিরাতের ক্রিকেটাররা, ফাইল ফটো

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল ঘোষণার পরই তা নিয়ে সমালোচনা শুরু হয়। দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান অনেক ক্রিকেটারও নির্বাচকদের সমালোচনা করেন। তবে এবার সংবাদ সম্মেলনে এসে এসব সমালোচনার জবাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। তার মতে, ভারত বিলিয়ন ডলারের দল তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপে তাদেরকে হারিয়েছে পাকিস্তান।


সর্বশেষ টি-টো???েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে দারুণ শুরু করেছিল পাকিস্তান। বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয় ছিল। এরপর সদ্য সমাপ্ত এশিয়া কাপে গ্রুপ পর্বের দেখায় হেরে গেলেও সুপার ফোরে ভারতকে হারিয়ে ফাইনাল খেলেছে পাকিস্তান।


promotional_ad

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে সুবিধা করতে পারেনি পাকিস্তান। দলের এই হারে অনেকেই দায় দিচ্ছেন টিম ম্যানেজমেন্টকে। কারণ পাকিস্তান যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল, তা আধুনিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন নিয়েও সমালোচনায় পড়তে হয়েছে তাদের। তবে পাকিস্তান ভক্ত-সমর্থকদের দলের উপর আস্থা রাখতে বলেছেন প্রধান নির্বাচক।


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২১ মে ২৫
নাহিদ রানা

ওয়াসিম বলেন, 'ভারত বিলিয়ন ডলারের দল। তবে আমরা গত বছরের মতো এবারও এশিয়া কাপে দেখিয়েছি যে এই দলটি জিততে সক্ষম এবং আমার সম্পূর্ণ বিশ্বাস যে তারা বিশ্বকাপে ভক্তদের আনন্দ দিতে থাকবে।'


সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে খেলেছিল পাকিস্তান। সেই আসরে বাদ পড়ার আগে সবগুলো ম্যাচেই দারুণ ক্রিকেট খেলেছিল বাবর আজমের দল। আর এবার সদ্য সমাপ্ত এশিয়া কাপে ফাইনাল খেলেছে তারা। 


পিসিবির প্রধান নির্বাচক বলেন, 'আমি মনে করি, আপনার ইতিবাচক দিকগুলোও দেখতে হবে যে আমরা গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং এশিয়া কাপের ফাইনাল খেলেছি। তাই দুয়েকটি বাজে পারফরম্যান্সের ভিত্তিতে দলকে পুরোপুরি খারাপ বলা যাবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball