অফ সাইডে খেলার দরকার নেই, মইনকে জবাব দিলেন রিজওয়ান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
সর্বশেষ এশিয়া কাপের শুরু থেকেই আলোচনায় মোহাম্মদ রিজওয়ানের স্ট্রাইক রেট। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সেই সমালোচনা আরও ডালপালা মেলেছে।
কদিন আগেই পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক মইন খান রিজওয়ানকে লেগ সাইডের খেলোয়াড় বলেও মন্তব্য করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারের পর মইনকে পালটা জবাব দিয়েছেন রিজওয়ান।

নিজের ব্যাটিংয়ে কোনো সমস্যা দেখছেন না তিনি। এমনকি অফ সাইডের বল লেগ সাইডে খেললেও সেটা ঠিকই আছে। তবে কাভারেও খেলতে পারেন বলে জানিয়ে দিয়েছেন তিনি।
বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান
২১ মে ২৫
নিজের ব্যাটিং নিয়ে খোলাসা করে রিজওয়ান বলেন, 'অফ স্টাম্পের বল যদি লেগ সাইডে মারতে পারি, তাহলে আমার মনে হয় এতে কোনো সমস্যা নেই। যারা আমার এই বিষয় নিয়ে কথা বলছে, সৃষ্টিকর্তা তাদের প্রতি রহম করুক।'
'আমার অফ সাইডে খেলার দরকার নেই। যদিও আমি অফ স্টাম্প থেকে লেগ সাইডে শট খেলতে পারি, অফ স্টাম্প থেকে কাভারেও খেলতে পারি।'
কদিন আগেই একটি অনুষ্ঠানে রিজওয়ানের ব্যাটিংয়ের দুর্বলতা তুলে ধরতে গিয়ে মইন বলেছিলনে, 'রিজওয়ান, কেবল এক দিকে খেলে এবং তাকে অন্য দিকেও রান করতে হবে, না হলে সে সমস্যায় পড়বে।'