শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে সমতায় ফিরল পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
করাচিতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৩ রানে হারিয়েছে পাকিস্তান। টান টান উত্তেজনার এই ম্যাচ জয়ে সিরিজে ২-২ ব্যবধানে সমতায় ফিরল বাবর আজমের দল। সিরিজের আরও বাকি আছে তিনটি ম্যাচ।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৬৬ রান তোলে পাকিস্তান। উদ্বোধনী জুটিতেই ৯৭ রান তোলে দলটি। ২৮ বলে ৩৬ রান করে ফিরে যান অধিনায়ক বাবর।
বাবর ফিরলেও আরেক প্রান্ত থেকে লড়াই চালিয়ে চান রিজওয়ান। পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার এ দিনও তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। শেষ ওভারে ফিরে যাওয়ার আগে ৬৭ বলে ৮৮ রান করেন তিনি।

ইনিংসে ছিল নয়টি চার এবং একটি ছক্কার মার। তিনে নামা শান মাসুদ ১৯ বলে ২১ করেন। শেষদিকে তিন বলে দুই ছক্কায় ১৩ রানে অপরাজিত থাকেন আসিফ আলী। ইংল্যান্ডের হয়ে ৩৭ রান খরচায় দুই উইকেট নেন রিস টপলি।
বশিরের ঘূর্ণিতে চার দিনের ম্যাচ তিন দিনেই জিতল ইংল্যান্ড
৫ ঘন্টা আগে
লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ রানের মধ্যেই শুরুর তিন ব্যাটারকে হারায় ইংল্যান্ড। ফিল সল্ট ৮, অ্যালেক্স হেলস ৫ এবং উইল জ্যাকস শুন্য রানে ফিরে যান। এরপরেও অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড।
যদিও দলটির মিডল অর্ডার ব্যাটাররা ম্যাচ জেতানোর চেষ্টায় ছিলেন। বেন ডাকেট ২৪ বলে ৩৩, হ্যারি ব্রুক ২৯ বলে ৩৪ এবং অধিনায়ক মইন আলী ২০ বলে ২৯ রান করেন। শেষদিকে ১৭ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৩৪ রান করেন লিয়াম ডওসন।
ম্যাচ জিততে শেষ ১২ বলে মাত্র ৯ রান লাগত ইংল্যান্ডের। ডওসন চার মারলে ১০ বলে লাগত ৫ রান। ১৯তম ওভারে হারিস রউফ ডওসন ও অলি স্টোনকে টানা দুই বলে ফেরালে পাল্টে যায় ম্যাচের চিত্র।
তারপর শেষ ওভারে টপলিকে রান আউট করে জয় নিশ্চিত করে পাকিস্তান। ইংল্যান্ড থামে ১৬৩ রানে, চার বল বাকি থাকতে। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ এবং রউফ। দুটি উইকেট নেন মোহাম্মদ হাসনাইন।