ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন নাসিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মঈন আলীর চোখে আফ্রিদি-নাসিমরা সেরা বোলার নন
১৬ মার্চ ২৫
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। ঘরের মাঠের এই সিরিজ চলাকালেই বড় ধাক্কা খেলো পাকিস্তান। পঞ্চম টি-টোয়েন্টির আগে কোভিড পজিটিভ হয়েছেন নাসিম শাহ।
শুরুতে ধারণা করা হয়েছিল নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন নাসিম। তবে এবার কোভিড পরীক্ষায় পজিটিভ হয়েছেন এই পেসার। তাই চলমান সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।

গত মঙ্গলবার বিকেলে অসুস্থবোধ করেন নাসিম। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, নাসিমের বুকে সংক্রমণ এবং নিউমোনিয়া হয়েছে। নাসিমের জ্বরও এসেছিল। ডেঙ্গুতেও একই রকম উপসর্গ থাকায় এবং করাচিতে ডেঙ্গুর সংখ্যা বাড়তে থাকায় সেই পরীক্ষাও করানো হয়।
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
শেষে দেখা যায়, নাসিমের কোভিড হয়েছে। তাকে বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। ফিরে এসেছেন হোটেলে। তবে বাকিদের থেকে আলাদা করে রাখা হয়েছে এই তরুণ পেসারকে।
আসন্ন ত্রিদেশীয় সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন নাসিম শাহ, এমনটাই আশা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।নাসিম দলের সঙ্গে তাসমান পাড়ে উড়াল দেবেন কি না, তা এখনও পরিষ্কার নয়। তবে এই সিরিজে তাকে পাওয়া নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
এদিকে সদ্য সমাপ্ত এশিয়া কাপে শাহিন আফ্রিদির বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছিলেন নাসিম। সেখানে দারুণ পারফর্ম করে সকলের নজর কাড়েন ১৯ বছর বয়সী এই পেসার। টুর্নামেন্টে টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচেই ভারতের বিপক্ষে ২ উইকেটসহ ৬ ম্যাচে তুলে নেন ৭ উইকেট।