বাবরের অধিনায়কত্ব নিয়ে আলোচনার প্রস্তাব দিলেন মিয়াঁদাদ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম। অধিনায়কত্বের দায়িত্ব সামলে নিয়মিত পারফর্মও করছেন তিনি। তবুও তার সঙ্গে অধিনায়কত্ব দিয়ে আলোচনায় বসা উচিত বলে মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।
অধিনায়কত্ব বাবরের জন্য চাপ হয়ে যাচ্ছে কিনা এই বিষয়য়েই তার মতামত নেয়া উচিত বলে মনে করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি পেয়েছেন বাবর। যদিও ধারাবাহিকভাবে রান করতে পারছেন না তিনি।

এ কারণেই উদ্বেগ প্রকাশ করে মিয়াঁদাদ বলেন, 'বাবর একজন বিশ্বমানের ব্যাটার। কিন্তু বোর্ডের তাকে জিজ্ঞেস করা উচিত অধিনায়কত্ব তার জন্য চাপ হয়ে যাচ্ছে কিনা। তার সঙ্গে বোর্ডের খোলামেলা আলোচনা করা উচিত।'
বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান
২১ মে ২৫
'সে যদি মনে করে নেতৃত্ব দেয়ার সঙ্গে সঙ্গে সে ব্যাট হাতে মাঠে পারফর্ম করতে পারছে না তাহলে তার অধিনায়ক থাকা উচিত না। যাই হোক বোর্ডের এটা নিশ্চিত করা উচিত যে সেই অধিনায়ক হিসেবে বোর্ডের সেরা পছন্দ।'
পাকিস্তানের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন মিয়াঁদাদ। তিনি মনে করেন অযোগ্য কেউ পাকিস্তানের একাদশে জায়গা পায় না। তাই নিজেদের যোগ্যতার ওপর বিশ্বাস থেকে ক্রিকেটারদের পারফর্ম করতে হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'খেলোয়াড়দের আগে পাকিস্তানের হয়ে খেলার কথা ভাবতে হবে। আপনি যদি পাকিস্তানের হয়ে পারফর্ম করতে চান তাহলে বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে অরিতিক্ত প্রচেষ্টা এমনিতেই চলে আসবে।'
'পাকিস্তানের খেলোয়াড়দের বুঝতে হবে তারা ভালো এবং এ কারণেই তারা একাদশে সুযোগ পেয়েছে। আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলে এখানে থাকতেন না। আপনি ভালো এখন আপনাকে পারফর্ম করতে হবে দলের প্রত্যাশা অনুযায়ী।'