promotional_ad

পাকিস্তানের দুইয়ে দুই

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২১ মে ২৫
নাহিদ রানা

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে হারানোর পরের ম্যাচেও জয় পেয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে বাবর আজমের দল। প্রথমে বোলারদের অসাধারণ বোলিং এবং পরবর্তীতে বাবর আজমের অসাধারণ হাফ সেঞ্চুরিতে এই জয় পায় পাকিস্তান।


টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪৭ রান তোলে নিউজিল্যান্ড। ১৬ রানের মধ্যেই ফিন অ্যালেনের (১৩) উইকেট হারায় নিউজিল্যান্ড। তারপর ৬১ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন।


দলীয় ৭৭ রানের মধ্যে ফিরে যান কনওয়ে। ৩৫ বলে ৩৬ রান করেন তিনি। অধিনায়ক উইলিয়ামসনও সুবিধা করতে পারেননি। ৩০ বলে ৩১ রান করেন তিনি। শেষদিক?? ১২ বলে ৩২ রান করেন মার্ক চাপম্যান।


promotional_ad

পাকিস্তানের হয়ে ২৮ রান খরচায় তিন উইকেট নেন হারিস রউফ। দুটি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম এবং মোহাম্মদ নাওয়াজ।


আরো পড়ুন

মিরপুরে ‘ড্র’ করে সিরিজ হার সোহানদের

৪ ঘন্টা আগে
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারেই মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারায় পাকিস্তান। ১২ বলে ৪ রান করে টিম সাউদির বলে লেগ বিফোর উইকেটের শিকার হন তিনি।


পরের ওভারে শুন্য রান করে ফিরে যান শান মাসুদ। তারপর ৬১ রানের জুটি গড়েন বাবর এবং শাদাব খান। ২২ বলে ৩৪ রান করেন শাদাব। ইনিংসের দশ বল হাতে থাকতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাবর।


১১টি চারে ৫৩ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন তিনি। একটি চার ও একটি ছক্কায় ২ বলে ১০ রান করে অপরাজিত থাকেন হায়দার আলী। ৪২ রান খরচায় দুই উইকেট নেন ব্লেয়ার টিকনার।


সংক্ষিপ্ত স্কোর-


নিউজিল্যান্ড- ১৪৭/৮ (২০ ওভার) (কনওয়ে ৩৬, চাপম্যান ৩২; রউফ ৩/২৮, ওয়াসিম ২/২০)।
পাকিস্তান- ১৪৯/৪ (১৮.২ ওভার) (বাবর ৭৯*, শাদাব ৩৪; টিকনার ২/৪২)।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball