promotional_ad

ইটের বদলে পাকিস্তানের পাটকেল, ভারত বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি

৭ ঘন্টা আগে
করুন নায়ার (বামে) ও সাই সুদর্শন (ডানে), ফাইল ফটো

২০২৩ সালে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও সেখানে যেতে অপারগতা জানিয়েছে ভারত। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে চায় না রোহিত শর্মার দল। যে কারণে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ হবে বলে মন্তব্য করেন জয় শাহ। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির এমন মন্তব্যে হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ করার সিদ্ধান্ত একতরফা নেয়া হয়েছে বলে জানায় দেশটির ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ না হলে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতে নাও খেলতে যেতে পারে বাবর আজমরা। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এমন হুমকি দিয়েছে পিসিবি।


promotional_ad

পিসিবি জানায়, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (আয়োজক) সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ ছাড়াই এবং দীর্ঘমেয়াদী পরিণতি ও প্রভাব সম্পর্কে কোনো চিন্তাভাবনা ছাড়াই ওই মন্তব্য করা হয়েছে। এসিসির বৈঠকে এসিসি বোর্ড সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েই পাকিস্তানকে এশিয়া কাপের আয়োজক করা হয়েছিল ‘


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২১ মে ২৫
নাহিদ রানা

‘এশিয়া কাপ সরিয়ে নেওয়ার বিষয়ে জয় শাহর বক্তব্য স্পষ্টতই একতরফা। যে দর্শন ও চেতনায় ১৯৮৩ সালের সেপ্টেম্বরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল গঠিত হয়েছিল, এটি তার বিপরীত। সংস্থার সদস্যদের স্বার্থ রক্ষা এবং এশিয়ায় ক্রিকেট খেলাকে সংগঠিত, বিকশিত ও প্রচারের জন্যই এশিয়ান ক্রিকেট সংস্থা।’


ভারত পাকিস্তানে খেলতে না গেলে সেটি এশিয়ান এবং আন্তর্জাতিক ক্রিকেট সম্প্রদায়কে বিভক্ত করতে পারে বলে মনে করে পিসিবি। এমনকি ভারতের এই সিদ্ধান্ত ২০২৪-৩১ চক্রে আইসিসির ইভেন্টগুলোতে প্রভাবিত করতে পারে। জয় শাহর এমন মন্তব্যের কারণে দ্রুতই এসিসিকে বোর্ডের সঙ্গে সভা করার অনুরোধ করেছে পিসিবি।


তারা জানায় ‘এই ধরনের বিবৃতিগুলির সামগ্রিক প্রভাব এশিয়ান ও আন্তর্জাতিক ক্রিকেট সম্প্রদায়কে বিভক্ত করতে পারে। ২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য পাকিস্তানের ভারত সফর এবং ২০২৪-২০৩১ চক্রে ভারতে আইসিসির অন্যান্য ইভেন্টগুলিকে প্রভাবিত করতে পারে এটি।’


‘এসিসি সভাপতির মন্তব্যের বিষয়ে পিসিবি এখনও এসিসির কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পায়নি। এই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব বোর্ডের জরুরি সভা ডাকতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে অনুরোধ করেছে পিসিবি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball