ব্যাটার নওয়াজে আস্থা রাখছেন শাদাব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
ক্যারিয়ারের শুরু থেকেই লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করেছেন, মূলত একজন বোলিং অলরাউন্ডার হিসেবেই একাদশে খেলেছেন। তবে গত কয়েক মাসে বেশ কয়েকটি ম্যাচে মিডল অর্ডারে ব্যাটিং করেছেন মোহাম্মদ নওয়াজ। যেখানে তিনি সাফল্যও পেয়েছেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই ব্যাটারকে টপ অর্ডারে দেখা যেতে পারে। ব্যাটিংয়ে তার ওপর আস্থা রাখছেন সহ-অধিনায়ক শাদাব খান।
সাম্প্রতিক সময়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুর্দান্ত পারফর্ম করছেন নেওয়াজ। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজেও দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই অলরাউন্ডার। ফাইনাল ম্যাচেও ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

ফাইনালে মিডল অর্ডারে ব্যাটিং করেছেন নওয়াজ। যেখানে বেশ সফলও হয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে লক্ষ্য তাড়া করতে নেমে ধীর গতির ব্যাটিং করেন দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। এরপর চার নম্বরে ব্যাটিং করতে নেমে ঝড়ো ইনিংস খেলে জয়ের সমীকরণ সহজ করেন নওয়াজ।
শাদাব বলেন, 'দলের সুবিধার্থে এর আগেও টপ অর্ডারে ব্যাটিং করেছি। সেখানেও ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। মোহাম্মদ নওয়াজেরও ব্যাপারটা ঠিক তাই। আমরা দুইজনই যে কোনো পজিশনে ব্যাটিং করতে পারি। বোলিংয়ের ক্ষেত্রেও কোনো পছন্দ-অপছন্দের ব্যাপার নেই।'
এদিকে আগামী ২৩ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। এ ম্যাচের আগে মেলবোর্নে অনুশীলন করার সময় মাথায় আঘাত পেয়েছিলেন নওয়াজ। এরপর তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। আগামীকালের ম্যাচে তাই তার খেলা নিয়ে শঙ্কা আছে।