সাউথ আফ্রিকাকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৮ ছক্কায় ১৬ বলে হাফ সেঞ্চুরি করে ডি ভিলিয়ার্সের পাশে ফোর্ড
২৩ মে ২৫
সাউথ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। এই ম্যাচের পর গ্রুপ ওয়ানের প্রতিটি দলেরই একটি করে ম্যাচ বাকি।
পাকিস্তান তাদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে। আর সাউথ আফ্রিকা তাদের শেষ ম্যাচে খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। পাকিস্তানের সেমিফাইনালে যেতে হলে সাউথ আফ্রিকাকে হারতে হবে ডাচদের বিপক্ষে।
আর ভারত তাদের শেষ ম্যাচে মাঠে নামবে জিম্বাবুয়ের বিপক্ষে। রোহিত শর্মার দল ইতোমধ্যে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে। জিম্বাবুয়েকে তারা হারালে সোজা সেমিফাইনালে খেলবে তারা।

এই ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করেছিল পাকিস্তান। টপ অর্ডার ব্যর্থ হলেও মোহাম্মদ হারিস ও ইফতেখার আহমেদের দারুণ লড়াইয়ে বিপর্যয় সামাল দেয় পাকিস্তান।
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
হারিস ২৮ রান করে ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ইফতেখার আউট হন ৫১ রান করে। শেষ দিকে মোহাম্মদ নাওয়াজের ২৮ ও শাদাব খানের ২২ বলে ঝড়ো ৫২ রানে বড় পুঁজি পায় পাকিস্তান।
সাউথ আফ্রিকার হয়ে একাই ৪ উইকেট নেন এনরিক নরকিয়া, একটি করে উইকেট পান ওয়েইন পার্নেল, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও তাবরাইজ শামসি।
বড় লক্ষ্যে খেলতে নেমে ১৬ রানের মধ্যে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় প্রোটিয়ারা। এরপর দলের হাল ধরেন অধিনায়ক টেম্বা বাভুমা তিনি ১৯ বলে ৩৪ রান করে ফিরেছেন। এইডেন মার্করাম ফিরেছেন ২০ রান করে।
ম্যাচের মধ্যেই অবশ্য হানা দিয়েছিল বৃষ্টি। ফলে সাউথ আফ্রিকার লক্ষ্য নেমে এসেছিল ১৪ ওভারে ১৪২ রানে। হেনরিখ ক্লাসেন ৯ বলে ১৫ ও ট্রিস্টান স্টাবসের ১৮ রানের পর আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। ২টি উইকেট পেয়েছেন শাদাব খান। একটি করে উইকেট গেছে নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।