promotional_ad

বাংলাদেশের যুবাদের পাকিস্তান জয়ে গর্বিত ওয়াসিম জাফর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মুশফিক-মাহমুদউল্লাহর সমালোচনায় ওয়াসিম জাফর

২৫ ফেব্রুয়ারি ২৫
মুশফিকুর রহিম, ওয়াসিম জাফর ও মাহমুদউল্লাহ রিয়াদ

টি-টোয়েন্টি সিরিজ সমতায় এবং একমাত্র চারদিনের ম্যাচ ড্রতে শেষ হলেও একদিনের ম্যাচের সিরিজ নিজেদেরে করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টাইগার যুবাদের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট এবং গর্বিত ওয়াসিম জাফর।


২০০৭ সালের পর এবারই প্রথম পাকিস্তান সফরে যায় বাংলাদেশের যুবারা। সিরিজের শুরুটা হয় একমাত্র চারদিনের ম্যাচ দিয়ে। পাকিস্তানের বোলারদের দারুণ বোলিংয়ে হারের দ্বারপ্রান্তে থাকলেও শেষ পর্যন্ত চারদিনের ম্যাচ ড্র করে বাংলাদেশ। যেখানে দ্বিতীয় ইনিংসে একদিনের বেশি সময় ব্যাটিং করে বাংলাদেশের ব্যাটাররা। 


promotional_ad

একদিনের সিরিজে অবশ্য দাপট দেখায় বাংলাদেশ। এক ম্যাচে হারলেও ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা। টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করে আহরার আমিনের দল। তবে মুলতানে শেষ ম্যাচ হারায় সমতায় শেষ হয় ২০ ওভারের ক্রিকেট সিরিজ।


আরো পড়ুন

খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট

২০ ঘন্টা আগে
শেষ বিকেলে ১০১ রানের জুটি গড়েছেন নিক কেলি ও ম্যাট বয়েল, বিসিবি

পুরো সিরিজে ব্যাটিংয়ে খানিকটা ঘাটতি দেখালেও বেশ কিছু ম্যাচে নজর কেড়েছেন বাংলাদেশের ব্যাটাররা। ২০২৪ যুব বিশ্বকাপের জন্য দল সাজাতে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন ওয়াসিম জাফর। পাকিস্তান সফরেও যুবাদের সঙ্গে ছিলেন তিনি। 


সফর শেষে টুইটারে বাংলাদেশকে নিয়ে এবং নিজের কাজ নিয়ে সন্তষ্টির কথা জানান ভারতের সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, ‘কাজের তৃপ্তির ক্ষেত্রে পাকিস্তানকে তাদের মাটিতে হারানো দারুণ ব্যাপার। ২-১ এ ওয়ানডে সিরিজ জয়, ১-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ ড্র এবং একদিনের বেশি সময় ব্যাটিং করে টেস্ট ড্র করায় ছেলেদের নিয়ে গর্বিত। আমাদের দেখাশোনা করার জন্য ধন্যবাদ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball