promotional_ad

রান বন্যার ম্যাচে পাকিস্তানের পাল্টা প্রতিরোধ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২১ মে ২৫
নাহিদ রানা

রাওয়ালপিন্ডি টেস্টে রান বন্যা চলছে। দুই দল মিলে দুই দিনে স্কোর বোর্ডে তুলেছে ৮৩৮ রান। ইংল্যান্ডের করা ৬৫৭ রানের জবাবে বিনা উইকেটে ১৮১ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। স্বাগতিকরা এখনও পিছিয়ে আছে ৪৭৬ রানে।


পাকিস্তানের হয়ে আব্দুল্লাহ শফিক ৮৯ ও ইমাম উল হক অপরাজিত আছেন ৯০ রান করে। এই দুজনে আউট করতে ইংল্যান্ডের ছয় বোলার হাত ঘুরিয়েছেন। যদিও উইকেটের দেখা পাননি তারা। ফলে শূন্য হাতেই দিন শেষ করতে হয়েছে তাদের।


ইংল্যান্ড এদিন ৭৫ ওভারে ৪ উইকেটে ৫০৬ রান নিয়ে দিন শুরু করেছিল। দিনের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন বেন স্টোকস। সেই ওভারের শেষ বলে নাসিম বোল্ড করে ফেরান স্টোকসকে। ইংলিশ অধিনায়কের ব্যাট থেকে আসে মাত্র ১৮ বলে ৪১ রান।


promotional_ad

এরপর প্রথম সেশনেই বাকি ৫ উইকেট হারিয়ে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। আগেরদিন সেঞ্চুরি হাঁকানো হ্যারি ব্রুক আউট হয়েছেন ১৫৩ রান করে নাসিম শাহর শিকার হয়ে। এরপর ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে পারেননি অভিষেক হওয়া দুই ব্যাটার উইল জ্যাকস ও লিয়াম লিভিংস্টোন। 


আরো পড়ুন

ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি

১ ঘন্টা আগে
করুন নায়ার (বামে) ও সাই সুদর্শন (ডানে), ফাইল ফটো

জ্যাকস ২৯ বলে ৩০ করলেও লিভিংস্টোন করেছেন মাত্র ১০ বলে ৯। এরপর এডওয়ার্ড রবিনসনের ৫১ বলে ৩৭ রানে ইংল্যান্ডের সংগ্রহ ৬০০ পেরিয়ে যায়। জেমস অ্যান্ডারসন ৬ রান করে আউট হলেও শেষ পর্যন্ত ৬ রান নিয়ে অপরাজিত ছিলেন জ্যাক লিচ।


পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন অভিষিক্ত লেগ স্পিনার জাহিদ মাহমুদ। যদিও এই উইকেট নিতে তার ওভারপ্রতি খরচা করতে হয়েছে ৭.১২ রান করে। এ ছাড়া নাসিম ৩টি, মোহাম্মদ আলী ২টি ও হারিস রউফ একটি উইকেট নিয়েছেন।


সংক্ষিপ্ত স্কোর-


ইংল্যান্ড (প্রথম ইনিংস) - ৬৫৭/১০ (১০১ ওভার) (ক্রলি ১২২, ডাকেট ১০৭, পোপ ১০৪, ব্রুক ১৫৩; জাহিদ ৪/২৩৭, নাসিম ৩/১৪০)


পাকিস্তান (প্রথম ইনিংস)- ১৮১/০ (৫১ ওভার) (শফিক ৮৯*, ইমাম ৯০*)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball