মুলতান টেস্টে খেলা হচ্ছে না রউফের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি
১ ঘন্টা আগে
মুলতান টেস্টে খেলা হচ্ছে না হারিস রউফের। এমনকি পুরো সিরিজেই তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেই অভিষেক হয়েছে পাকিস্তানের এই পেসারের।
যদিও ডান পেশির চোট তাকে দ্বিতীয় টেস্ট থেকেই ছিটকে দিয়েছে। এরই মধ্যে তার এমআরআই করানো হয়েছে। রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করতে পারবেন না তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে বল হাতে দুঃস্বপ্নের মতো শুরু পেয়েছেন রউফ। মাত্র ১৩ ওভার বোলিং করে ৭৮ রান খরচা করেছেন তিনি। উইকেট পেয়েছেন মাত্র একটি।
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
মূলত পাকিস্তানের নিয়মিত পেসার শাহীন শাহ আফ্রিদি চোটে পড়ায় অভিষেক করানো হয়েছিল রউফকে। যদিও তিনি বল হাতে আফ্রিদির অপূর্ণতা ঘুচাতে পারেননি।
এর ফলে দ্বিতীয় টেস্ট দেখা যেতে পারে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। তিনিও আছেন অভিষেকের অপেক্ষায়। যদিও স্কোয়াডের বাইরে থেকে ডাকা হতে পারে হাসান আলী অথবা মোহাম্মদ আব্বাসকে।
এরই মধ্যে রাওয়ালপিন্ডিতে অভিষেক হয়েছে মোহাম্মদ আলী ও জাহিদ মাহমুদের। লেগ স্পিনার জাহিদ নিজের অভিষেকে ২৩৫ রান খরচা করেছেন। যদিও উইকেট পেয়েছেন ৪টি।