promotional_ad

পিএসএলে দল পেলেন না বাংলাদেশের ৩০ ক্রিকেটারের কেউ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রিশাদের স্পিন আর আফ্রিদির পেসে ইসলামাবাদকে উড়িয়ে ফাইনালে লাহোর

১৬ ঘন্টা আগে
শাহীন শাহ আফ্রিদি ও রিশাদ হোসেন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের ড্রাফটের জন্য নিবন্ধন করেছিলেন বাংলাদেশের ৩০ ক্রিকেটার। তালিকায় সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন ও তাসকিন আহমেদদের নাম থাকলেও দল পাননি কোন ক্রিকেটার।


বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন সাকিব। প্লাটিনামের দুই রাউন্ড শেষেও দল পাননি বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। বিদেশি ক্রিকেটার হিসেবে প্লাটিনাম থেকে দল পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভিড মিলার, ম্যাথু ওয়েড, অ্যালেক্স হেলস, ভানুকা রাজাপাকশে, রভম্যান পাওয়েল, ইমরান তাহির, রহমানুল্লাহ গুরবাজ এবং জশ লিটল।


promotional_ad

ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ এবং তামিম। ছয়টি স্লট থাকলেও বাংলাদেশের কোন ক্রিকেটারকে দলে টানেনি ফ্র্যাঞ্চাইজিরা। এই ক্যাটাগরিতে দল পেয়েছেন ফজল হক ফারুকী, মুজিব উর রহমান, ওডিন স্মিথ, জেমস ভিন্স এবং জেমস ফুলার।


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২১ মে ২৫
নাহিদ রানা

গোল্ড ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের সাত ক্রিকেটার। যেখানে লিটনের সঙ্গে ছিলেন এবাদত হোসেন, ইমরুল কায়েস, খালেদ আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুনিম শাহরিয়ার, জিয়াউর রহমান। তবে তাদের কেউই দল পাননি। এই ক্যাটাগরি থেকে বিদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন সিকান্দার রাজা, আকেল হোসেন, লিয়াম ডওসন এবং অ্যান্ড্রু টাই।


এ ছাড়া সিলভার ক্যাটাগরিতে ছিলেন আফিফ হোসেন, আবু সায়েম, আল-আমিন হোসেন, এনামুল হক বিজয়, জুবায়ের হোসেন, জুনায়েদ সিদ্দিকী, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মনির হোসেন, নাদিফ চৌধুরী, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ, রুয়েল মিয়া, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সৌম্য সরকার। তবে কেউই দল পাননি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball