promotional_ad

শাকিলের অভিষেক সেঞ্চুরিতে লড়ছে পাকিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

২১ মে ২৫
নাহিদ রানা

ক্যারিয়ারের প্রথম চার টেস্টের সবকটিতেই হাফ সেঞ্চুরি পেয়েছিলেন সৌদ শাকিল। যেখানে একবার ৯৪ রান করে সাজঘরে ফিরতে হয়েছিল তাকে। কোনোভাবেই যেন তিন অঙ্ক ছুঁতে পারছিলেন না। অবশেষে অধরা সেই সেঞ্চুরির স্বাদ পেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্টে। তার অপরাজিত ১২৪ রানের সুবাদে তৃতীয় দিন শেষে ৯ উইকেট হারিয়ে ৪০৭ রান তোলেছে পাকিস্তান।


এদিন ৩ উইকেটে ১৫৪ রানে শাকিলকে সঙ্গে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন ইমাম-উল-হক। এদিন সকালে বেশিক্ষণ টিকতে পারেননি ইমাম। আগের দিনের ৭৪ রানের সঙ্গে ৯ রান যোগ করে সাজঘরে ফেরেন এই ওপেনার।


promotional_ad

ইমামের বিদায়ের পর পাকিস্তানের ইনিংসের হাল ধরে শাকিল ও সরফরাজ আহমেদ। এই জুটিতেই চাপ কাটিয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখতে শুরু করে স্বাগতিকরা। ২৩৮ বলে দুজন মিলে যোগ করেন ১৫০ রান।


আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধান্তে সরফরাজের বিদায়ে ভাঙে জুটি। ড্যারিল মিচেলের লেগ সাইডে করা বল উইকেটরক্ষক টম ব্লান্ডেল ধরে ভেঙে দেন স্টাম্প। অনেকবার রিভিউ দেখে আম্পায়ার সরফরাজকে আউটের সিদ্ধান্ত দেন।


তবে পাকিস্তানি সংবাদমাধ্যম ও সমর্থকদের দাবি সরফরাজের পা ক্রিজের ভেতরে মাটি ছুঁয়ে ছিল। দলে ফিরে নিজেকে প্রমাণ করা সরফরাজ অবশ্য আউট হওয়ার আগে খেলেছেন ৭৮ রানের দুর্দান্ত এক ইনিংস। প্রত্যাবর্তনের পর এটি টানা তৃতীয় ফিফটি তার।


সরফরাজ আউট হওয়ার আগেই অবশ্য নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন শাকিল। শতরানের মাইলফলকে পৌঁছাতে তার লেগেছে ২৪১ বল। সেঞ্চুরি করেও অবশ্য হাল ছাড়েননি এই ব্যাটার। তাঁকে সঙ্গ দিয়ে ৪১ রান করে আউট হন আগা সালমান। শাকিল এক প্রান্ত আগলে রাখলেও আজাজ প্যাটেল ও ইশ সোধির ঘূর্ণিতে নাকাল হয়ে ফিরেছেন অন্যরা।


শেষ পর্যন্ত ১ উইকেট হাতে রেখে ৪২ রানে পিছিয়ে থেকে দিন শেষ করে পাকিস্তান। ১২৪ রানে অপরাজিত আছেন শাকিল, তার সঙ্গে আছেন আবরার আহমেদ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball