সাকিব-মিরাজদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পারফর্ম করতে চান ইফতিখার
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শাস্তি পেলেন মুনরো-রিজওয়ান
২৫ এপ্রিল ২৫
সাকিব আল হাসানের ঝড়ো ব্যাটিংয়ের পরও সিলেট স্ট্রাইকার্সের কাছে হারতে হয়েছিল তারকাবহুল ফরচুন বরিশালকে। এবাদত হোসেন-খালেদ আহমেদদের আনকোড়া বোলিংয়ের সঙ্গে ফিল্ডারদের ক্যাচ মিস ভুগিয়েছে তাদের। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় তারা। জয় পেতে সাকিব-মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পারফর্ম করতে চান ইফতিখার আহমেদ।
বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার নিয়ে তারকাবহুল দল সাজিয়েছে বরিশাল। যেখানে সবচেয়ে বড় নাম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তার সঙ্গে রয়েছেন মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, এবাদত, খালেদ, এনামুল হক বিজয়রা। যদিও প্রথম ম্যাচে জিতে পারেনি বরিশাল। পরের ম্যাচে ভালো খেলে জিততে চায় তারা।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইফতিখার বলেন, ‘বাংলাদেশের যেসকল স্টার ক্রিকেটার আছে তারা আমাদের দলে, সবাই পারফর্ম করছে। মাহমুদউল্লাহকে দেখুন, সাকিব আছে, মিরাজ আছে। এবাদতও দারুণ এক বোলার। আশা করি আগামী ম্যাচে আমরা ভালো খেলব ও জিতে যাব।’
এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর
১১ ফেব্রুয়ারি ২৫
সাকিবের ঝড়ো ব্যাটিংযে সিলেটর বিপক্ষে ১৯৪ রানের বড় পুঁজি পেয়েছিল বরিশাল। তবে তৌহিদ হৃদয়-জাকির হাসানরা ম্যাচ বের করে নিয়েছে অনায়াসে। যদিও সেখানে বরিশালের ফিল্ডারদের বেশ কয়েকটি ক্যাচ মিস বড় ভূমিকা রেখেছে। ৩-৪টি ক্যাচ মিস না করলে ফল ভিন্ন হতে পারতো বলে মনে করেন ইফতিখার।
পাকিস্তানের এই অলরাউন্ডার বলেন, ‘বোলিং আমাদের ভালোই হয়েছে। শিশিরের কারণে শেষদিকে একটু ঝামেলা হয়েছে। ঐ সময়ে আমরা ফিল্ডিংয়ে যে ভুল করেছি, ৩-৪ ক্যাচ ছেড়েছি ওসব সুযোগ নিতে পারলে ফল ভিন্ন হত।’
এদিকে প্রতিপক্ষের দিকে না তাকিয়ে নিজেদের তিন বিভাগে ভালো খেলার প্রত্যয় বরিশালের। ইফতিখার বলেন, ‘দেখুন, ক্রিকেটে আপনার প্রতিপক্ষ দেখলে চলবে না। আপনার দেখতে হবে আপনি কীভাবে খেলছেন, আপনার দল কীভাবে খেলে। নিজেকে শক্ত রাখতে হবে। আপনি ভালো ক্রিকেট খেললে অটোমেটিকালি জিতবেন। আমরা তিন বিভাগেই ভালো ক্রিকেট খেলবো এবং জিতে যাব।’