ফখর-বাবর-রিজওয়ানের হাফ সেঞ্চুরিতে জিতল পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে পাকিস্তান। ফখর জামান, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের হাফ সেঞ্চুরিতে এই জয় তুলে নেয় স্বাগতিকরা।
করাচিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৫ রান তোলে নিউজিল্যান্ড। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কিউইরা। এমনকি হাফ সেঞ্চুরিও করতে পারেননি দলটির কোনো ব্যাটার।

ইনিংস সর্বোচ্চ ৪৩ রান আসে মাইকেল ব্রেসওয়েলের ব্যাটে। এ ছাড়া টম লাথাম ৪২, গ্লেন ফিলিপস ৩৭, ড্যারিল মিচেল ৩৬ ও ফিন অ্যালেনের ব্যাটে আসে ২৯ রানের ইনিংস।
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
পাকিস্তানের হয়ে বল হাতে এ দিন জ্বলে উঠেন নাসিম শাহ। ৫৭ রান খরচায় পাঁচ উইকেট শিকার করেন তিনি। দুটি উইকেট নেন উসামা মির। একটি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম এবং মোহাম্মদ নাওয়াজ।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩০ রানে ইমাম উল হকের (১১) উইকেট হারায় পাকিস্তান। তারপর ৭৮ রানের জুটি গড়েন ফখর ও বাবর। ৭৪ বলে ৫৬ রান তুলে ব্রেসওয়েলের বলে বোল্ড হয়ে ফিরে যান ফখর।
তারপর ৬০ রানের জুটি গড়েন বাবর ও রিজওয়ান। ৮২ বলে ৬৬ রান করে ফিলিপসের বলে বিদায় নেন বাবর। এরপর ৬৪ রানের জুটি গড়েন রিজওয়ান ও হারিস সোহেল। এই জুটি দলকে জয়ের কাছাকাছি নিয়ে যায়।
২৩ বলে ৩২ রান করে হারিস ফিরলেও ৮৬ বলে ৭৭ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রিজওয়ান। কিউইদের হয়ে ৪৪ রান খরচায় দুই উইকেট নেন ব্রেসওয়েল।