আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বাবর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান
২১ মে ২৫
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাবর আজম। মূলত তিন ফরম্যাটের ক্রিকেটেই দাপুটে ব্যাটিংয়ের জন্য এবারের স্যার গারফিল্ড সোবার্স ট্রফি ওঠেছে পাকিস্তান অধিনায়কের হাতে।

২০২২ সালটা বাবরের জন্য মনে রাখার মতো ছিল। সাদা পোশাকের সঙ্গে সাদা বলের ক্রিকেটেও বেশ ধারবাহিক ছিলেন এই টপ অর্ডার ব্যাটার। গত বছর সব সংস্করণের ক্রিকেট মিলিয়ে ৪৪ ম্যাচে ৫৪.১২ গড়ে ২৫৯৮ রান করেছেন বাবর। যেখানে ১৫টি হাফ সেঞ্চুরির সঙ্গে আটটি সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তান অধিনায়ক।
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
এছাড়া আইসিসি ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন বাবর। অ্যাডাম জাম্পা, সিকান্দার রাজা এবং শাই হোপকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করলেন পাকিস্তানের অধিনায়ক। ২০২১ সালের পর টানা দ্বিতীয়বারের মতো আইসিসির ওয়ানডে ফরম্যাটের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।
গত বছর মাত্র ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কিন্তু এর মাঝেও রানের ফুলঝুড়ি দেখা গেছে তার ব্যাটে। ৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। এর মধ্যে সেঞ্চুরি করেছেন তিনটি। হাফ সেঞ্চুরি করেছেন পাঁচটি। অধিনায়ক হিসেবেও বছরটি দারুণ গেছে বাবরের। তিনটি সিরিজ খেলে তিনটিই জিতেছেন বাবর।