মন্ত্রিত্ব বুঝে নিতে বিপিএল ছাড়লেন ওয়াহাব রিয়াজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ
২৭ ফেব্রুয়ারি ২৫
পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়াহাব রিয়াজ। মুখ্যমন্ত্রী মহসিন নকভি ১১ জনের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন। তাতে ক্রীড়া মন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ওয়াহাব। আর দায়িত্ব বুঝে নিতেই মাঝপথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়লেন পাকিস্তানের সাবেক এই পেসার।
লাহোরে গভর্নর বালিগ উর রেহমানের বাসভবনে কয়েকদিন আগে নবনির্বাচিত মন্ত্রীদের শপথগ্রহণ হয়। খেলার কারণে দেশের বাইরে থাকায় সেখানে উপস্থিত ছিলেন না ওয়াহাব। তবে এবার দায়িত্ব বুঝে নিতে দেশে ফিরছেন তিনি।

যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ওয়াহাব লেখেন, 'বিপিএল ২০২৩ এ খুলনা টাইগার্সের হয়ে দারুণ সময় কেটেছে। দারুণ আতিথিয়তার জন্যে তামিম এবং খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ।'
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
'পরবর্তী ম্যাচগুলোর জন্য আমার দলকে শুভকামনা জানাই। আমার ভাই আজম খানকে মিস করব। আশা করি দ্রুতই আমাদের দেখা হবে।'
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট শিকার করেন ওয়াহাব। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি।
চলতি বিপিএলে বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টি সংস্করণে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ওয়াহাব। টুর্নামেন্ট ছাড়ার আগ পর্যন্ত ১৩ উইকেট নিয়েছেন এই পেসার।