আমিরকে ফেরাতে পিসিবির নির্বাচকদের তোড়জোড় শুরু

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
বছর দুয়েক আগে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ আমির। মূলত পাকিস্তানের তৎকালীন ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফদের ওপর 'মানসিক অত্যাচারে' অতিষ্ঠ হয়েই এই ঘোষণা দিয়েছিলেন তিনি।
সেই ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফদের এখন কেউই নেই। তাই পাকিস্তান দলে আবারও আমিরের ফেরা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, এই পেসারকে ফেরাতে তোড়জোড় শুরু করেছেন পাকিস্তান দলের নির্বাচকরা।

সামা টিভির এক সংবাদে বলা হয়েছে সম্প্রতি পিসিবির একজন নির্বাচক আমিরের ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করেছেন। তাকে জানানো হয়েছে আমিরকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বিবেচনা করা হয়েছে। গণমাধ্যমের সঙ্গে অপ্রয়োজনীয় বক্তব্য না দিয়ে যেন মাঠের ক্রিকেটে মনোযোগ দেন সেই পরামর্শ দেয়া হয়েছে তাকে।
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির
২৪ এপ্রিল ২৫
এমনকি আমিরের ম্যানেজারের বরাতে সামা টিভি জানিয়েছে এই পেসারকে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে বলা হয়েছে। চলতি বছরের শেষ ভাগে ভারতের বসছে বিশ্বকাপের আসর। ৫০ ওভারের এই বিশ্ব আসরে তাকে বিবেচনা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন আমির। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। ৭ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলেছেন তিনি।
সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন এই পেসার। এমন পারফরম্যান্সের পর আবারও পাকিস্তান দলে ফেরার ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি। গত বছরের শেষে রমিজ রাজা পদত্যাগ করার পর পাকিস্তানের ন্যাশনাল হাই-পারফরম্যান্স সেন্টারে অনুশীলন করার সুযোগও পেয়েছেন তিনি।
এদিকে আমিরকে ফেরানের ইঙ্গিত দিয়ে চলতি বছরের শুরুতে পিসিবির নতুন সভাপতি নাজাম শেঠি বলেছিলেন, ‘অবসর থেকে ফিরে এলে আমিরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট খেলার দরজা খোলা। ম্যাচ পাতানো নিয়ে আমি সব সময় শক্তিশালী অবস্থান নিয়েছি। আমি মনে করি, কোনো দোষী খেলোয়াড় ছাড় পেতে পারে না। তবে একই সময়ে কোনো খেলোয়াড় যদি তার শাস্তি ভোগ করে ফেলে, তবে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া উচিত।’