নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের কোচ ব্রাডবার্ন

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন গ্রান্ট ব্রাডবার্ন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০১৮ সালে পাকিস্তানের ফিল্ডিং কোচের দায়িত্ব পেয়েছিলেন ব্রাডবার্ন। পদত্যাগ করার আগে ২০২১ সাল পর্যন্ত ছিলেন হাই পারফরম্যান্স কোচিংয়ের প্রধান ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার। মূলত রমিজ রাজা পিসিবির প্রধান হওয়ায় চাকরি ছেড়েছিলেন ব্রাডবার্ন।
কদিন আগে শারজাহতে হওয়া আফগানিস্তান সিরিজে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন আব্দুল রেহমান। নিউজিল্যান্ড সিরিজেও দলের সঙ্গে রাখা হচ্ছে তাকে। যদিও তিনি দায়িত্ব পালন করবেন ব্রাডবার্নের সহকারী হিসেবে।

এদিকে বোলিং কোচ হিসেবে থাকছেন উমর গুল। কিউইদের বিপক্ষে ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে অ্যান্ড্রু প্যাটিক। সাকলাইন মুশতাকের চুক্তি শেষ হওয়ার পর থেকেই কোচ খুঁজছে পাকিস্তান। তবে দায়িত্ব দেয়ার মতো তেমন কাউকে পাচ্ছে না পিসিবি।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ১৪ এপ্রিল শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। লাহোরের তিন টি-টোয়েন্টি খেলার পর রাওয়ালপিন্ডিতে দুটি ২০ ওভারের ম্যাচ খেলবে তারা।
করাচিতে যাওয়ার আগে রাওয়ালপিন্ডিতে দুটি ওয়ানডে খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। সিরিজের শেষ তিন ওয়ানডে হবে করাচিতে। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফেরানো হয়েছে নিয়মিত অধিনায়ক বাবর আজম, পেসার শাহীন শাহ আফ্রিদি ও উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে।