পাকিস্তানের কোচ নির্বাচন হচ্ছে গায়ের রং দেখে, দাবি রমিজের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ
২৭ ফেব্রুয়ারি ২৫
কিছুদিন আগেও পাকিস্তানের কোচিং প্যানেলে ছিলেন দেশটির সাবেক ক্রিকেটাররা। যদিও নাজাম শেঠি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি হওয়ার পর বিদেশি কোচদেরই জাতীয় দল পরিচালনার জন্যে প্রাধান্য দেয়া হচ্ছে। বিষয়টি পছন্দ হয়নি রমিজ রাজার। সাবেক এই সভাপতির মতে, গায়ের রং দেখেই নির্বাচন করা হচ্ছে পাকিস্তানের কোচ।
মাসখানেক আগেও পাকিস্তানের হেড কোচের ভূমিকায় ছিলেন দেশটির স্পিন বোলিং কিংবদন্তি সাকলাইন মুশতাক। আর বোলিং কোচের দায়িত্বে ছিলেন দেশটির সাবেক পেসার উমর গুল। কিন্তু এ দুজনের আর কেউই পাকিস্তানের কোচিং প্যানেলে নেই।

কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট দলের পরিচালকের দায়িত্ব দেয়া হয় ইংল্যান্ডের কাউন্টি দল ডার্বিশায়ারের প্রধান কোচ মিকি আর্থারকে। ডার্বিশায়ারের কোচের দায়িত্ব পালন করতে করতেই তিনি পাকিস্তান দলের পরিচালক হিসেবে কাজ করবেন।
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
অপরদিকে দলটির হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে গ্রান্ট ব্র্যাডবার্নকে। এ ছাড়াও পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন সাউথ আফ্রিকার অ্যান্ড্রু পুটিক। আর দলটির বোলিং কোচের দায়িত্ব পালন করবেন আরেক সাউথ আফ্রিকান মর্নে মরকেল।
এসবে ক্ষিপ্ত হয়ে রমিজ বলেন, ‘তারা (পিসিবি)একজন প্রধান কোচ (ব্র্যাডবার্ন) এনেছে, ক্রিকেট সার্কিটে তার কোথাও কোনো কিছুর অভিজ্ঞতা নেই। তার ওপরে পিসিবি আমাদের পুরো দলের দায়িত্ব দিয়ে দিল। এটা শুধু এ কারণেই যে আমাদের চেয়ে তার গায়ের রং আলাদা। তার গায়ের রং ভিন্ন বলেই তারা মনে করছে যে সে কোনো রাজনীতি করবে না।’
'পাকিস্তানের কোচদের কাজে না লাগানোটা অন্যায্য। আপনি তাদের কোচ হিসেবে নিয়োগ দিতে যদি না–ও পারেন, অন্তত প্রাপ্য সম্মানটুকু দিন। আপনি তো এটা বলতে পারেন না যে তারা রাজনীতি করে এবং কাজের নয়।’