সেঞ্চুরির পর ফিল্ডিংয়ে রুটের কীর্তি, বুমরাহর পাঁচের পর রাহুলের দৃঢ়তা

সকালের শুরুতেই জসপ্রিত বুমরাহকে গালি অঞ্চল দিয়ে চার মেরে ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি করে নিয়ে রাহুল দ্রাবিড় ও স্টিভ স্মিথকে ছাড়িয়ে যান জো রুট। সেঞ্চুরির পর ফিল্ডিংয়ে নেমেও গড়েছেন কীর্তি। টেস্টে ক্রিকেটে উইকেটকিপারের বাইরে সবচেয়ে বেশি ক্যাচ নেয়ার তালিকায় ভারতীয় গ্রেট দ্রাবিড়কে ছাড়িয়ে সবার উপরে উঠে গেছেন। রুটের এমন কীর্তির দিনে ৫ উইকেট নিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন ৭৪ রানে ৫ উইকেট নেয়া বুমরাহ। ভারতের পেসারের এমন বোলিংয়ের ব্যাটিংয়ে নেমে শুরুটা হতাশার হলেও লোকেশ রাহুলের দৃঢ়তায় সেটা সামলে নিয়েছে ভারত। রাহুলের হাফ সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৪৫ রান নিয়ে দিন শেষ করেছে সফকারীরা। ইংল্যান্ডের চেয়ে ২৪২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নামবেন ভারতের দুই ব্যাটার।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক